প্রচারণায় অংশ নিতে চট্টগ্রাম আসছেন পীর সাহেব চরমোনাই :
মেয়র প্রার্থী ওয়ায়েজ ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বৃহস্পতিবার
চসিক নির্বাচনে ইসলামী নগর উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী আলহাজ মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার সমর্থনে চট্টগ্রামে বসবাসরত স্বন্ধীপবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর দেওয়ানহাটস্থ নির্বাচনী কার্যালয়ে গতকাল রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়ায়েজ হোসেন বলেন, আমি মেয়র প্রার্থী হয়েছি নগরীর উন্নয়নের আন্দোলনের অংশ হিসেবে। খাল-নালা-নর্দমা দখল করে চট্টগ্রামকে পানির নিচে ডুবিয়ে রাখা হয় বৃষ্টির সময়। দখলদারদের সাথে বিগত মেয়রদের যোগসাজস ছিল, মেয়র সাহেবরা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বলেই চট্টগ্রামের এই বেহাল অবস্থা। আমি মেয়র নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব দখলবাজদের বিরুদ্ধে সংগ্রাম করবো।
ইসলামী নগর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আলহাজ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী, মুহাম্মদ আল-ইকবাল, আলহাজ ইউনুস মোল্লা, স্বন্ধীপবাসীদের প্রতিনিধি মাওলানা সুলতানুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, স্বন্ধীপ সচেতন ছাত্রবৃন্দের আহ্বায়ক আবু হানিফ মুহাম্মদ এরশাদ, মাস্টার এমএ মতীন মজুমদার, তরিকুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম, ছাত্রনেতা তাজুল ইসলাম শাহীন, জাওয়াদুল করীম প্রমুখ।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী নগর উন্নয়ন আন্দোলনের মেয়রপ্রার্থী আলহাজ ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব সাংবাদিক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর চরমোনাইয়ের মরহুম পীর সাহেবের সাহেবজাদা ও খলীফা হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপস্থিত থাকবেন।
এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সফরকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী আলহাজ ওয়ায়েজ হোসেনের সমর্থনে বেলা ৩ ঘটিকায় নগরীর ইপিজেড চত্বরের পথসভায় যোগ দেবেন তিনি।
মন্তব্য চালু নেই