মোশাররফ করিমের সতর্কবার্তা

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। তার মুখের ডায়লগগুলো ঘুরে বেড়ায় ফেসবুকে। কিন্তু তিনি নিজে ফেসবুকে ততোটা সক্রিয় নন। নিজের অ্যাকাউন্ট থেকে মাঝে মধ্যে ফেসবুকে ঢুঁ মারেন। তবে তার নামে কুড়িটার বেশি ফেক অ্যাকাউন্ট আছে। আছে পেজও। শেষে অনেকটা বাধ্য হয়েই একটা পেজ খুলেছেন সম্প্রতি।

সেই পেজে পোস্ট করা একটি ভিডিওতে দর্শকদের জন্য একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। ফেক আইডিগুলো থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ভিডিও বার্তায় বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি যারা আমার নামে ফেক অ্যাকাউন্ট করে কিছু ফায়দা লুটার চেষ্টা করেছে। সেখান থেকে সাবধান থাকবেন সবাই।’

উল্লেখ্য, দিন পনের আগে পারিবারিক সফরে থাইল্যান্ড ঘুর এলেন তিনি। ফিরেই পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে সাগর জাহানের দীর্ঘ ধারাবাহিক ‘এই কূলে আমি, ওই কূলে তুমি’র শুটিং করছেন। আর সুমন আনোয়ারের ‘কয়লা’ চলচ্চিত্রের কাজও শুরু করবেন শিগগিরই।



মন্তব্য চালু নেই