মেহেদী হাসানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসিঁর দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র মেহেদী হাসানের(১৭) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসিঁর দাবিতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দের ব্যনারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ১৯ অক্টোবর সকাল ১০টায় মেহেদীর রূহের মাগফেরাত কামনা করে কলেজে দোয়া অনুষ্ঠিত হয়। পরে দোয়া শেষে কলেজ থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসিঁর দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় কালের ছবি বন্ধু সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

উক্ত মানববন্ধনে উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, প্রভাষক প্রবীর কুমার, প্রভাষক মো. মাহিদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, ছাত্রনেতা মো. মুজাহিদুল ইসলাম নাঈম(সাংবাদিক) সহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, রাজনীতিবীদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর শুক্রবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের ধানক্ষেতে মেহেদীর লাশ পায়। নিহত মেহেদী হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মহসিন মোল্যার ছেলে।



মন্তব্য চালু নেই