মেসি সতীর্থের স্বীকৃতি : রোনালদোই সর্বকালের সেরা
সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্ন অনেক আগের। সেই প্রশ্নের এক জবাবে লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়াইন জানালেন- সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি বেছে নেবেন ব্রাজিলিয়ান রোনালদোকেই।
প্রিমিয়ার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে হিগুয়াইন বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন ইতালিয়ান ফুটবল অনুসরণ করতাম। ত্রেজেগে, বাতিস্তুতা, ক্রেসপো, মন্তেলার মতো গ্রেট ফরোয়ার্ডদের খেলা দেখতাম। তবে আমার কাছে, সর্বকালের সেরা রোনালদোই (ব্রাজিলিয়ান কিংবদন্তী)।’
তবে বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে মেসিকেই বেছে নিলেন হিগুয়াইন। বলেন, ‘সাম্প্রতিক সময়ের ফুটবলারদের মধ্যে মেসিই সেরা এবং প্রায় প্রতিদিনই সেটা প্রমাণ করছে।’
মন্তব্য চালু নেই