‘মেসি বর্ণনাতীত’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। মুখোমুখি বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ। বার্সাভক্তদের মনে ভেসে উঠার কথা ২০১২-১৩ মৌসুমের সেই দুঃস্মৃতি। দুই লেগ মিলে বায়ার্নের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তবে এবার ভক্তদের আর দুঃস্মৃতি উপহার দেননি বার্সা ফুটবলাররা।

হয়তো পুরানো সেই দুঃস্মৃতি মুছে দেওয়ার জন্যই মাঠে নেমেছিলেন মেসি-নেইমাররা। এবার দারুণভাবে সফল কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। বুধবার ন্যু ক্যাম্পে মূলত মেসির কাছেই হেরেছে পেপ গার্দিওলার দল। নিজে করেছেন দুর্দান্ত দুটি গোল। আর অন্যটি করিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে দিয়ে।

সেমির প্রথম লেগে অসাধারণ এই পারফরম্যান্সের জন্য প্রশংসার বানে ভাসছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে সবচেয়ে বড় প্রশংসাটা বুঝি পেলেন সতীর্থ মাসচেরানোর কাছ থেকেই। বায়ার্নের বিপক্ষে সেমির লড়াইয়ের পর আর্জেন্টাইন এই ডিফেন্ডিং মিডফিল্ডার বলেন, ‘আমাদের একজন মেসি আছে। সে এমন একজন ফুটবলার, যার গুণ বর্ণনা করা সম্ভব নয়।’

বার্সার জয়টা বড় ব্যবধানে হলেও ম্যাচটা ছিল বেশ কঠিন। হওয়ারই কথা। কারণ চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করা জার্মান দল বায়ার্ন এই মুহূর্তে বিশ্বের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা। বিষয়টি স্বীকারও করেছেন মাসচেরানো। বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবেই খেলতে পেরেছি। এটা আনন্দের।’

প্রথম লেগে ৩-০ তে জয় পেলেও এখনই নির্ভার হতে নারাজ মাসচেরানো। কারণ দ্বিতীয় লেগে খেলতে হবে বায়ার্নের মাঠে। আর মাসচেরানোর মতে, বার্সার জন্য সে ম্যাচটি মোটেও সহজ হবে না। সেমির দ্বিতীয় লেগ নিয়ে এই আর্জেন্টাইন বলেছেন, ‘আমরা জানি জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি (সেমির দ্বিতীয় লেগ) বেশ কঠিন হবে। সুতরাং সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’



মন্তব্য চালু নেই