মেসি একাই বিবিসির থেকে বেশি ভয়ংকর!

রিয়াল মাদ্রিদ না বার্সেলোনার আক্রমণ ভাগ বেশি ধারালো তা নিয়ে কম জল্পনা হয়নি।
সংবাদপত্রে দিস্তার পর দিস্তা লেখা হয়েছে লস ব্লাঙ্কোসদের আক্রমণ ত্রয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে নিয়ে। যারা ‘বিবিসি’ নামে সমোধিক পরিচিত। বিশ্বজোড়া আবেদনে উত্তেজনায় পারদ ছড়ান বার্সেলোনার লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজও। সংক্ষিপ্ত পরিসরে ভক্তরা ‘এমএনএস’ নামে ডাকে তাদের।
এখন প্রশ্ন হলো ধার-ভার বাদ দিয়ে রিয়ালের বিবিসি বেশি ভয়ংকর নাকি বার্সার এমএনএস বেশি মারাত্মক? নানা মুনি নানা মত দিতেই পারেন। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনের কিন্তু নিঃসংশয়। তিনি বলছেন, ‘আমি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় দলের বিপক্ষেই খেলেছি। সুতরাং তাদের হাঁড়ির খবরটা আমার অজানা নয়। সেখান থেকেই বলছি আপনি ক্রিশ্চিয়ানোকে (রোনালদো) বার্সার মেসির সঙ্গে তুলনা করতে পারেন না। আসলে মেসি একাই রোনালদো, বেনজেমা ও বেলের থেকে বেশি ভয়ংকর।’
পরে মেসিকে কীভাবে আরো বেশি ব্যবহার করা যায় তারও টোটকা দিয়েছেন আর্জেন্টাইন ম্যানেজার। তিনি বলেন, ‘বার্সেলোনা যদি আরো ভালো খেলতে চায় তাহলে মেসিকে ডানপাশে খেলাতে হবে। আমার ধারনা এমনটাই।’



মন্তব্য চালু নেই