মেসির ৫০০ গোলের হাতছানি

২০০৪ সালে বার্সেলোনায় নাম লেখানো পর থেকে সব প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে লিওনেল মেসির গোল সংখ্যা ৪৪৮টি। তাছাড়া দেশের জার্সিতে ১০৫ ম্যাচে তার গোল সংখ্যা ৪৯টি। সব মিলিয়ে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে জমা রয়েছে মোট ৪৯৭ গোল। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলেই ৫০০ গোলের মাইলফলক ছুতে পারবেন ছন্দের এই যাদুকর।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) দ্বিতীয় লেগে আজ আর্সেনালকে আতিথ্য দিবে বার্সেলোনা। প্রথম লেগে মেসির জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা। আজকের ম্যাচটি ক্যাম্প ন্যুতে বলে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার কাছে ভক্তদের প্রত্যশাটা আরও বেশি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দারুণ খেলছেন মেসি। এরই মধ্যে ৩৬ ম্যাচে ৩৬টি গোল করে ফেলেছেন বিশ্বফুটবলের এ ক্ষুদে জাদুকর। যেখানে নিজের শেষ পাঁচ ম্যাচে ৯টি গোল করেন ২৮ বছর বয়সি তারকা। তাই ৫০০ গোলের মাইলফলক ছোঁয়াটা এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র।



মন্তব্য চালু নেই