মেসির হয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন বাউজা

ইতালিয়ান লিগে ফর্মের তুঙ্গে থেকেও আর্জেন্টিনা দলে জায়গা হয় না মাউরো ইকার্দির। অথচ ‘ফর্মহীন’ থেকেও নিয়মিত খেলে যাচ্ছেন সার্জিও অ্যাগুয়েরো; এমনকি গঞ্জালো হিগুয়াইন।

আর্জেন্টাইন গণমাধ্যমগুলো আঙ্গুল তুলেছিল লিওনেল মেসির দিকে। বার্সেলোনা তারকার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণেই নাকি এসব হচ্ছে। মাঝমাঠে এভার বানেগার সুযোগ না পাওয়ার পিছনেও মেসির ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিল গণমাধ্যমগুলো।

এমন সমালোচনা দলের কোচ এদগার্দো বাউজার জন্যও বিব্রতকর। সাম্প্রতিক সময়ে মেসিকে নিয়ে ওঠা সমালোচনা নিয়ে কড়া জবার দিয়ে আর্জেন্টান কোচ বলেন, ‘তারা বলে মেসি আর্জেন্টিনা দলে তার বন্ধুদের নেয়। যা সম্পূর্ণ মিথ্যা। এটা সংবাদমাধ্যমের তৈরি।’



মন্তব্য চালু নেই