মেসির সই করা জার্সি পেয়ে যা বললেন মুর্তজা
আলোচিত পাঁচ বছর বয়সী মুর্তজা আহমাদি তার প্রিয় তারকার সই করা আসল জার্সি পেয়েছেন।
ইউনিসেফের শুভেচ্ছা দূত মেসির ‘ম্যানেজমেন্ট টিম’ বৃহস্পতিবার মুর্তজাকে সই করা জার্সি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে।
আফগানিস্তানের ফুটবল ফেডারেশন মুর্তজাকে মেসির সঙ্গে দেখা করানোর চেষ্টা করছে বলে জানিয়েছিল। প্রিয় তারকার সাক্ষাৎ না পেলেও জার্সি পেয়ে দারুণ খুশি মুর্তজা।
প্রিয় তারকার জার্সি পেয়ে মুর্তজা বলেন, “আমি মেসিকে ভালোবাসি। আর আমার জার্সি বলে, মেসি আমাকে ভালোবাসে।”
কিছুদিন আগে পলিথিনের ব্যাগ দিয়ে বানানো মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা এক বালকের ছবি অনলাইনের সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন আলোচনার পর বের হয় ছবিটি আফগানিস্তানের গজনি প্রদেশের এক গরিব পরিবারের পাঁচ বছর বয়সী মুর্তজার।
মুর্তজাকে প্রিয় তারকার জার্সি কিনে দেওয়ার মতো সামর্থ্য তার পরিবারের নেই। তার ভাই নীল-সাদা পলিথিনের ব্যাগ দিয়ে জার্সির মতো কিছু একটা বানিয়ে কলম দিয়ে পেছনে ১০ নম্বর সংখ্যাটা এঁকে দেয়।
পেছন থেকে তোলা মুর্তজার ছবিটিই আলোড়ন তোলে বিশ্বে। কিন্তু চেহারা না দেখা যাওয়ায় ছবির ছেলেটির পরিচয় সম্পর্কে প্রথমে নিশ্চিত হওয়া যায়নি। পরে আরও কয়েকটি ছবির মাধ্যমে তার সম্পর্কে জানা যায়।
মন্তব্য চালু নেই