মেসির বিশ্বকাপ জেতার দরকার নেই

সাবেক আর্জেন্টিনা কোচ আলফিও বেসিল মনে করেন কিংবদন্তি হতে লিওনেল মেসির বিশ্বকাপ জেতার দরকার নেই। কারণ, মেসি ইতিমধ্যে ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন। চারবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন।

তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। দুইবার জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ। এ ছাড়া লিওনেল মেসি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, তিনি স্প্যানিশ লা লিগারও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

যাইহোক, তারপরও অনেকে মনে করেন সর্বকালের সেরা খেলোয়াড় হতে লিওনেল মেসির বিশ্বকাপ জেতা উচিত। অবশ্য গেল বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে হেরে তাদের শিরোপা হাতছাড়া হয়। বেসিল মনে করেন মেসির ইতিহাসে স্থান করে নেওয়ার ক্ষেত্রে বিশ্বকাপ জেতাটা অপ্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে মানুষ চায় মেসি একটি বিশ্বকাপ জিতুক। তারা মনে করে তাহলে মেসি আরো ভালো হবে। তবে মেসি বিশ্বচ্যাম্পিয়ন না হলেও বিশ্বসেরা। আলোচনার বিষয়বস্তু। আমি মনে করি সর্বকালের সেরা হতে তার বিশ্বকাপ জেতার দরকার নেই।’

চলতি মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে ৩৭ ম্যাচে মাঠে নেমে ৩৮ গোল করেছেন।



মন্তব্য চালু নেই