মেসির প্রশংসায় ইনিয়েস্তা
ক্লাব সতীর্থ লিওলেন মেসির প্রশংসা করেছেন বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, মেসির পাশে খেলা সব সময়ই অন্যরকম। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে দীর্ঘদিন খেলায় নিজেদের মধ্যে বোঝাপড়াও অনেক ভাল।
স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১০ সালে তার গোলের কল্যাণেই নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সতীর্থ মেসির প্রশংসাই ঝরেছে তার কণ্ঠ থেকে। বলেছেন, ‘বিভিন্ন পরিস্থিতিতে খেলে আমরা একে অন্যকে দ্রুত বুঝতে পারি। দীর্ঘদিন একসঙ্গে খেলায় এটা সম্ভব হয়েছে। আরও লম্বা সময় মেসির সঙ্গে খেলতে চাই।’
এখানেই থেমে যাননি ইনিয়েস্তা। বলেছেন, ‘সত্যটা হচ্ছে মেসির সঙ্গে খেলার অর্থ বাড়তি সুবিধা পাওয়া। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আমি। মেসি অসাধারণ প্লেয়ার। ওর পাশে আরও অনেক দিন খেলতে চাই।’ গত মৌসুম দারুণ কেটেছে বার্সেলোনার। মেসি-নেইমার-সুয়ারেজের পারফর্মে ভর করে ট্রেবল জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।
মন্তব্য চালু নেই