মেসির এমন সিদ্ধান্তে অবাক দেশটির আরেক তারকা তেভেজ
টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে হারের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। এই খবরে গোটা ফুটবল বিশ্ব টালমাটাল! পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসির এমন সিদ্ধান্তে অবাক দেশটির আরেক তারকা কার্লোস তেভেজ।
তবে মাত্র মাত্র ২৯ বছর বয়সে মেসির এমন সিদ্ধান্তে অবাক হলেও মেসির অবসরের দায়ভার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) উপরেই চাপিয়েছেন তেভেজ।
তিনি বলেন, ‘মেসির এমন সিদ্ধান্তের কারণ আমি বুঝতে পেরেছি। তাকে এমন সিদ্ধান্ত নিতে ফেডারেশন বাধ্য করেছে। কারণ, আমাদের ফুটবল ফেডারেশন সত্যিই একটা বিশৃঙ্খল ফেডারেশন। আমরা দেখেছি মেসি তার সতীর্থদের নিয়ে কিভাবে মাঠে লড়াই করেছে। অথচ আমাদের ফুটবল ফেডারেশন মেসিকে সব সময়ই অবহেলা করে আসছিল।’
তেভেজ আরও বলেন, ‘আমরা মেসির পাশে আছি। দেশের দায়িত্ব পালন করতে করতে সে খুব ক্লান্ত। আর এটাই স্বাভাবিক। আমি নিজেও একাধিকবার জাতীয় দলের হয়ে খেলে ক্লান্তি অনুভব করেছি। মেসিকে বিশ্রামের জন্য আরও সময় দিতে হবে। এটা তার খুবই প্রয়োজন।’
এদিকে মেসির অবসরের সিদ্ধান্তে হতবাক গোটা ফুটবল বিশ্ব। সবার একটাই প্রত্যাশা অবসরের সিদ্ধান্ত বদলে জতীয় দলের জার্সিতে ফিরবেন মেসি। কিন্তু তেভেজ মনে করেন, দেশের ফুটবল ফেডারেশনকেই উদ্যোগ নিতে হবে মেসিকে ফেরানোর।
বলেন, ‘আমাদের ফেডারেশনের সবকিছু আরও সুসংগঠিত হওয়ার দরকার। এরপরই ফেডারেশন থেকে মেসিকে ফেরানোর ব্যবস্থা নিতে হবে। আর আমাদের সকলের বিশ্বাস মেসি আবারো দেশের জার্সি গায়ে মাঠে নামবেন। আমরা তার জন্য অপেক্ষা করছি।’
মন্তব্য চালু নেই