মেসিকে রুখতে চেয়েছিলেন পুয়োল!

কার্লেস পুয়োল। বার্সেলোনার সাবেক অধিনায়ক। লিওনেল মেসির সঙ্গে অনেকদিন খেলেছেন। ২০১৪ সালে বুট জোড়া তুলে রেখেছেন। রোববার তিনি মেসির বিষয়ে নতুন করে কিছু তথ্য দিয়েছেন। জানিয়েছেন একবার তিনি অনুশীলনে ইচ্ছা করেই মেসিকে রুখতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। এরপর থেকে মেসির শক্তিমত্তায় মুগ্ধ হয়ে যান। এ বিষয়ে নিশ্চিত হয়ে যান যে মেসি অপ্রতিরোধ্য। পাশাপাশি তিনি এও জানিয়েছেন চার বছর আগের চেয়ে বর্তমানে মেসি বেশি চৌকস।

মেসির বিষয়ে পুয়োল বলেন, ‘একদিন নিজেদের মধ্যে খেলার সময় আমি মনে মনে মেসিকে রুখে দেওয়ার চিন্তা করি। মূলত আমি দেখতে চেয়েছিলাম যে মেসিকে থামানো যায় কিনা। অবশ্য বিষয়টা ছিল অবমাননাকর। তখন পেপ গার্দিওলা আমাকে বলেছিলেন যে কার্লেস তাকে আহত কর না। তখন আমি পেপকে বলেছিলাম আপনি যদি তেমন কিছু ঘটতে দিতে না চান তাহলে সেশন থামিয়ে দিন। আমি মেসিকে রুখতে সব ধরণের চেষ্টা করেছিলাম। কিন্তু কোনোভাবেই তাকে আমি থামাতে পারিনি। সে তার বুদ্ধিমত্তা, শক্তিমত্তা ও দূরদর্শী ক্ষমতা দিয়ে এড়িয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘তার মাথা এবং কাঁধ অন্যদের চেয়ে উপওে থাকে। সে একজন এলিয়েন। চার বছর আগে সে যেমন ছিল তার চেয়ে এখন অনেক বেশি চৌকস। মেসি অপ্রতিরোধ্য।’



মন্তব্য চালু নেই