‘মেসিকে মিস করছে বার্সেলোনা’

দলের প্রাণ-ভোমরা লিওনেল মেসি দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। মেসিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছাড়লেও শনিবার লা লিগা ম্যাচে সেভিয়ার বিপক্ষে আর শেষ রক্ষা হয়নি কাতালানদের। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। ম্যাচ শেষে জেরার্ড পিকে সোজাসাপ্টা বলে দেন, বার্সেলোনা মেসিকে মিস করছে।

গত মাসের শেষের দিকে লাস পালমাসের বিপক্ষে লিগ ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। চিকিৎসকরা জানিয়েছেন, এই ইনজুরির জন্য আর্জেন্টিনা অধিনায়ককে সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

শনিবার লা লিগায় ২-০ গোলে পিছিয়ে পড়ার পর নেইমারের গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। এরপর একের পর এক আক্রমণ করেও আর সমতায় ফিরতে পারেনি কাতালানরা। সুয়ারেজ, মেসি ও স্যান্ড্রোর কয়েকটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের শিষ্যদের। স্প্যানিশ তারকা পিকে ম্যাচ শেষে মেসির অভাব অনুভূত হয়েছে বলে জানান।

জেরার্ড পিকে বলেন, ‘আন্তর্জাতিক বিরতি শেষে আমাদের অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে। এভাবে হেরে যাওয়া চলবে না। বার্সেলোনাকে টেবিলের শীর্ষে ফিরতে হবে। অবশ্যই আমরা মেসি ও ইনিয়েস্তাকে মিস করেছি। কিন্তু সেভিয়ারও ইনজুরি সমস্যা ছিল। সুতরাং এটি কোনো অজুহাত হতে পারে না।’

এরপর পিকে বলেন, ‘বল যেন ঠিকমতো কাজ করছিল না। তারা দুবার চেষ্টা করে দুবারই গোল আদায় করে নিয়েছে। আমাদের এটির মূল্য দিতে হয়েছে।’

এই নিয়ে সর্বশেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হেরে বসেছে বার্সেলোনা। তবে লুইস সুয়ারেজের বিশ্বাস, সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলের হারের তুলনায় শনিবারের ম্যাচে তারা ভালো খেলেছেন।

লুইস সুয়ারেজ বলেন, ‘সেল্টার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। তবে আজ (রোববার) আজ আমরা নিজেদের সাধ্যের সবটুকু নিংড়ে দিয়েছি। আমরা অন্তত একটি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’



মন্তব্য চালু নেই