মেসিকে নিয়ে যত ভয় ব্রাজিলের!

দারুণ ফমেই আছেন লিওনেল মেসি। তার শক্তিমত্তা সম্পর্কে সবারই জানা। অজানা নয় ব্রাজিলেরও। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল তো চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবেই পরিচিত। বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তেতে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে মেসিকে নিয়ে যত ভয় ব্রাজিলের!

গত মৌসুমেও বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলেছেন মেসি ও দানি আলভেজ। একে অপরকে ভালোভাবেই চেনেন ও জানেন। তাই দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে থামানো কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন আলভেজ। বলেন, ‘ফুটবলে ভয় বলতে কিছু নেই। হ্যাঁ, পরস্পরের প্রতি সম্মানবোধ আছে। আর্জেন্টিনা দল ও মেসির প্রতি সম্মান রয়েছে আমাদের। আমি মনে করি, আমাদের দল ও খেলোয়াড়দের প্রতিও তাদের তেমনই সম্মান রয়েছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শক্তিশত্তা যাচাই করবো। তাই প্রতিপক্ষ দলে কে খেলছে, তা নিয়ে এতো ভাবলে চলবে না।’

মেসির প্রশংসায় আলভেজ বলেন, ‘তার উদারতা তাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সে নিজেকে গ্রেট ভাবে না। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে।’



মন্তব্য চালু নেই