মেসিকে ছাড়া জাতীয় দলে থাকবো না : রোমেরো

গত ২৪ ঘন্টা ফুটবল ভক্তদের সবচেয়ে কষ্টের সময় যাচ্ছে। হোক আর্জেন্টিনার সাপোর্টার হোক সে ব্রাজিল। মেসির শৈল্পিক ফুটবল মুগ্ধ করেনি এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। এমন এক গ্রেটের অচমকা বিদায় ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে কষ্টের।টানা তিন বার ফটবলের যে কোন বড় আসরের ফাইনালে হেরে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওলেন মেসি। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে টানা তিন বছর ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। আর এই দুঃখ এবং ক্ষোভ থেকেই অবসরের ঘোষণা দেন মেসি। কিন্তু মেসির অবসর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।
২০১৪ বিশ্ব কাপের পর ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৬ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার গোল পোষ্টের নিচে দারুণ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন রোমেরো। শতবর্ষী কোপার টাইব্রেকারে প্রথম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে জয়ের স্বপ্ন দেখালেও মেসির পেনাল্টি মিসে সব স্বপ্ন মাটিতে মিশে যায়। পরবর্তীতে বিলিয়াও পেনাল্টি মিস করলে ২৩ বছরের শিরোপাখরা আরো দীর্ঘায়িত হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোমেরো বলেন, ‘মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনাও করতে পারি না।’
মেসির এমন আকস্মিক অবসরে হতবাক রোমেরোও। চারটি ফাইনালে দলকে হারতে দেখেছেন মেসি। তার উপর শেষ তিন বছরে তিনবার। স্বভাবতই কষ্টটা অনেক বেশি ছিল। নিজের শেষ বিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন তিনি। কিন্তু দিন শেষে ফলাফল রানার্সআপ ট্রফি। রোমেরোর মতে মেসি অনেকটা রেগে-ক্ষেভে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ‘আমার মনে হয়, সে অনেকটা রেগে এবং ক্ষোভ থেকেই অবসর নিয়েছে কেননা এবার আমাদের অনেক ভালো সুযোগ ছিল।’
অবসর নিলেও মেসি ছাড়া যে আর্জেন্টিনা দল বর্তমানে কল্পনাও করা যায় না সেটি ভালো করেই জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপার। তাই মেসির ফিরে আশার অপেক্ষা করবেন বলেও জানান তিনি।
মেসিকা ছাডা জাতীয় দলে থাকবে না বলে জানিয়েছে আর্জেন্টিনা দলের এই গোল কিপার।

































মন্তব্য চালু নেই