মেসিকে ওর মতো খেলতে দেন : ম্যারাডোনা
কয়েকদিন আগেই মেসির সমালোচনা করছিলেন সাবেক আর্জেন্টাইন গ্রেট ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।কিন্তু পাঁচ বারের বিশ্বসেরা মেসি মুখে এর কোন জবাব দেননি। দিয়েছেন বা পায়ে মাঠে। এরপরই কি উল্টো মোর দিলেন ম্যারাডোনা।এবার শীর্ষ মেসির জন্য পরামর্শও দিয়েছেন ম্যারাডোনা। সেটা অবশ্য আর্জেন্টিনার
টিম ম্যানেজম্যান্টকে উদ্দেশ্য করেই। তিনি বলেছেন, ‘আপনি যদি প্রত্যাশা করেন মেসি ডান পা দিয়ে খেলবে, তাহলে সে খুবই বাজে খেলবে। আপনার উচিত তাকে তার মতো খেলতে দেয়া’।তবে সমালোচনার তীর ছুড়তে ভুলেননি সাবেক আর্জেন্টাইন কোচ। ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনার জন্য যোগ্য অধিনায়ক মেসি নন। তবে তিনি এও দাবি করেছেন, এটা সমালোচনা নয় বরং পারফরম্যান্সের প্রতিচ্ছবি।’ ম্যারাডোনা বলেন, ‘আমি এখনও তাই মনে করি (মেসি প্রসঙ্গে) যা পেলেকে বলেছিলাম। তবে আমি এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখব না। এটা তেমন নয়।’
ম্যারাডোনার এমন বক্তব্য ফুটবল বিশ্লষকরা কোন চোখে দেখবেন?
মন্তব্য চালু নেই