মেয়ের অ্যাক্টিং শেখাতে কাজলকে চান শাহরুখ

মেয়ে সুহানাকে অ্যাক্টিং শেখানোর কাজে মেন্টর হিসেবে তিনি কাজলকেই চান বলিউড বাদশাহ শাহরুখ খান। কাছের বন্ধু কাজলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বাদশা। তিনি এটাও জানান, আমি আমার প্রতিটা ফিল্মে কাজলকে মিস করি।

বাজিগর দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। রুপোলি পর্দায় বারবার তাদের জাদু দেখেছে দর্শক। সে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হোক কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’।

শাহরুখ-কাজল

শাহরুখ-কাজল অলওয়েজ হিট। ৫ বছর পর রহিত শেট্টির আপকামিং মুভি ‘দিলওয়ালে’তে জাদুকাঠি ছোঁয়াতে ফের পর্দায় ফিরছে বাজিগরের ম্যাজিক।

শাহরুখ-কাজল

বলিউড বাদশাহ বলেছেন, “কাজল টেকনিক্যাল নয়, ও একজন সৎ অভিনেত্রী, সেটা ওর একটা মহৎ গুণ।

শাহরুখ-কাজল

আমার মেয়ে সুহানা বড় হয়ে একজন অভিনেত্রী হতে চায়। আমি চাই কাজল ওকে অভিনয় শেখাক। আমি বলে বোঝাতে পারব না যে অনস্ক্রিনে কাজলের অভিনয় এক অন্যমাত্রার। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের।

শাহরুখ-কাজল

২০ বছর পূর্তিতে সম্প্রতি একটি মজার ভিডিও প্রকাশ করেছেন বলিউডের এই অন্যতম লাভ-পেয়ার।

শাহরুখ-কাজল



মন্তব্য চালু নেই