মেডিকেল ভর্তিচ্ছুদের ঠিকানা প্রেসক্লাব

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে ২২তম দিন শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়। তবে তাদের শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকে প্রেসক্লাব অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়। এরপর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় তারা।

বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সামনে প্রশ্নফাঁসের প্রমাণাদি তুলে ধরবেন বলে জানা গেছে। এ সময় গণমাধ্যমকে ওই প্রমাণাদি সরবরাহ করবে বলেও জানিয়েছে আন্দোলরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

প্রেসক্লাবের সামনে এক অভিভাবক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রশ্নফাঁসের এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা গ্রহণ করুন।’

পুনঃপরীক্ষার দাবি আদায় না হলে অন্তত ৫০০ মুক্তিযোদ্ধা নিয়ে রাজপথে শুয়ে থাকবেন বলেও হুমকি দেন তিনি।

এ সময় মেডিকেল ভর্তিপরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।



মন্তব্য চালু নেই