মেঘনা যেন জাটকা শিকারের অভয়ারণ্য!
নারায়ণগঞ্জ জেলার ত্রি-মোহনা থেকে আড়াইহাজার উপজেলা পর্যন্ত মেঘনা নদী এখন জাটকা শিকারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবাধে জাটকা শিকার করছে মেঘনা পারের জেলেরা। পদ্মায় ইলিশ নেই। ইলিশের বিকল্প জাটকা। পহেলা বৈশাখকে সামনে রেখে মেঘনার তীরবর্তী জেলেপাড়াগুলোতে ব্যস্ততা। সারাদিন সারারাত চলে জাটকা ধরার উত্সব। জাটকা ধরার জন্য জেলেরা মেঘনা নদী চষে বেড়াচ্ছে। গত এক সপ্তাহ থেকে মেঘনা নদীতে গড়ে প্রতিদিন ১ হাজার মণ জাটকা নিধন হচ্ছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে দেশের অন্যতম প্রধান নদী মেঘনা। ফলে মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে জেলেদের বসতি। মেঘনা নদীতে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে। শুকনো মৌসুমে নদীতে তেমন একটা মাছ থাকে না বলে এ সময়টাতে জেলে পাড়ায় থাকে অভাব অনটন। তবে চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে জেলেপাড়া কিছুটা চাঙ্গা হয়ে ওঠে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেঘনা নদীতে জেলেরা জাটকা শিকারে মেতে ওঠে। বাজারেও যেতে হয় না। নৌকা থেকেই ফড়িয়ারা জাটকা সংগ্রহ করে নিয়ে যায়। গত কয়েকদিন ঘুরে এমন চিত্র চোখে পড়েছে মেঘনা নদীতে। আড়াইহাজার উপজেলার ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. আসগর হোসেন ভূঞা জানান, জাটকা নিধন প্রতিরোধকল্পে ব্যাপক কর্মসূচি চলছে। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত জাটকা নিধন প্রতিরোধকল্পে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার ও পোস্টার লাগানো কর্মসূচি চলবে। এর মধ্যে নদীতে কিংবা উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলবে।