মেঘনায় প্রসূন
মেঘনা নামে নতুন একটি টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রসূন আজাদ। আর এটিই হবে প্রসূনের এ বছরের প্রথম টিভি পর্দার কাজ। ফারজানা আফরিন রুপা’র রচনায় এটি নির্মাণ করবেন সেলিম রেজা সেন্টু। ১৭ ফেব্রুয়ারি থেকে রূপগঞ্জে টেলিছবিটির শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে প্রসূন বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটা স্ক্রিপ্টে কাজ করতে যাচ্ছি। টেলিফিল্মে আমি হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছি। যার নাম থাকে ‘মেঘনা’। স্ক্রিপ্ট দেখে প্রথমে তো আমি খুবই নার্ভাস ছিলাম যে চরিত্রটি করতে পারব কিনা? সত্যি বলতে চরিত্রটি এখন আমার কাছে খুবই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
এতে তার সঙ্গে আরো অভিনয় করবেন ‘জলের গান’ এর ভোকাল রাহুল আনন্দ এবং আবুল কালাম আজাদ।
মন্তব্য চালু নেই