মেঘনায় নৌকাডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও চার জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দুবাজাইল এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিহতরা হলেন- আব্দুল কাহার (৪৬), ফাতেমা আক্তার (২৬), শিশু শিরিনা আক্তার (৬) ও শেফালী (৬ মাস)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী নৌকা একই উপজেলার রানীদিয়া এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে মেঘনা নদীর দুবাজাইল এলাকায় পৌঁছলে প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ডুবে যাওয়া নৌকা থেকে দুই জনের লাশ উদ্ধার করে। পরে স্থানীয় ডুবুরী ও পুলিশ এসে আরও দুই জনের লাশ উদ্ধার কেরে। তবে এখনও চার জন নিখোঁজ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস তৎপরতা চালাচ্ছে।
মন্তব্য চালু নেই