মেঘনায় টহল নৌকা ডুবে তিন পুলিশ আহত

নারায়ণগঞ্জের আশুগঞ্জে মেঘনা নদীতে অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া নৌকাডুবির সময় পুলিশের কাছে থাকা অস্ত্রগুলো পানিতে ডুবে গেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মা মণি ব্রিকফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান, কনস্টেবল আবদুল মান্নান ও হুমায়ুন কবীর।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবে যাওয়া অস্ত্রগুলো উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই