মৃত মায়ের জীবিত সন্তান প্রসব

ক্লিনিক্যালি মৃত ঘোষিত এক মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান গর্ভে আসার ৪র্থ সপ্তাহে তাকে মৃত ঘোষণা করেছিলেন ডাক্তারার। ঘটনাটি ঘটেছে পর্তুগালে।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার শিশুটি লিবসন হাসপাতালে ৮ মাস বয়সে ভূমিষ্ট হয়। জন্মের সময় তার ওজন ছিল ২.৩ কেজি।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি শিশুটির মাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

বেশ কয়েকটি পরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কৃ্ত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রেখে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব। শিশুটির বাবা এতে সম্মতি প্রদান করেন।

লিবসন হাসপাতালের ডাক্তাররা জানিয়েছে, শিশুটি সুস্থ অবস্থায় জন্মেছে। তবে শিশুটির মা এখনো লাইফ সাপোর্টে রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পর্তুগালে মৃত মায়ের গর্ভে বেড়ে ওঠা এটাই প্রথম সন্তান।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পোল্যান্ডের রোক্লোতে মৃত্যুর ৫৫ দিন পর সুস্থ সন্তান ভূমিষ্ট হয়েছিল এক নারীর। ব্রেন টিউমারের কারণে ওই নারী মারা গেলে তাকেও লাইফ সাপোর্টে রাখা হয়। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পর তার সেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।



মন্তব্য চালু নেই