মৃত ব্যক্তি পৌরসভার মেয়র!

জকিগঞ্জের নির্বাচিত পৌর মেয়র আনোয়ার হোসেন (সুনাউল্লাহ) মারা যাওয়ার প্রায় দেড় বছর পেরিয়ে যাচ্ছে। তার মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আবদুল মালেক ফারুক।

তিনি দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর হয়ে গেছে। অথচ জাতীয় তথ্য বাতায়নের সিলেট জেলার সরকারি ওয়েবসাইটে এখনও জকিগঞ্জ পৌর মেয়র হিসেবে নাম রয়েছে মৃত আনোয়ার হোসেনের!

বৃহস্পতিবার দুপুরে জাতীয় তথ্য বাতায়নের সিলেট জেলার ওয়েবসাইটে জকিগঞ্জ উপজেলার পৌরসভা মেন্যুর ‘একনজরে পৌরসভায়’ গিয়ে দেখা যায়, জকিগঞ্জ পৌরসভার সর্বশেষ নির্বাচিত মেয়র হিসেবে আনোয়ার হোসেনের নামল্লোখ রয়েছে।

জাতীয় তথ্য বাতায়নে কোনো ফোন নম্বর দেওয়া না থাকায় এ ব্যাপারে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভার দ্বিতীয় নির্বাচনে প্রবীণ রাজনীতিবীদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাউল্লাহ মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের ২০ জুলাই আনোয়ার হোসেন মারা যান। ওই বছরের ১৮ অক্টোবরের উপনির্বাচনে আবদুল মালেক ফারুক মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।



মন্তব্য চালু নেই