মৃত ঘোষণার ৪৫ মিনিট পরে হঠাৎ অলৌকিকভাবে হৃদযন্ত্র সচল
ফ্লোরিডায় রুবি গ্রাপেরা-ক্যাসিমিরো নামের এক নারীর হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পরে জ্ঞান ফিরেছে। ফ্লোরিডার বোকা রাটন রিজিওনাল হসপিটালে সন্তান জন্ম দেওয়ার পরেই সিজারিয়ান সেকশনে জটিলতা সৃষ্টি হয়। ৪০ বছর বয়সী রুবির হৃদযন্ত্রের ক্রিয়া এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, সম্পূর্ণ সুস্থ একটি মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরই রুবি একটি বিরল সমস্যায় অচেতন হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করার পরেও যখন তার হৃদযন্ত্র এবং রক্ত চলাচল স্বাবাবিক না হওয়ায় চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের অপারেশন থিয়েটারে ডাকেন আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংবাদ জানাতে।
পরিবারের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কিন্তু এর ৪৫ মিনিট পরে হঠাৎ অলৌকিকভাবে আপনা-আপনি তার জ্ঞান ফিরে আসে। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসকরা বলেন এ বিষয়টি ঈশ্বরের দান। রুবির মেয়ে টেইলিও বর্তমানে সুস্থ রয়েছে।
মন্তব্য চালু নেই