বিদ্যালয়টি ধ্বসে পরার আতংক
মৃত্যু ঝুঁকিতে ছাত্র-ছাত্রীরা

ঝালকাঠির রাজাপুর পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে ওই বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবনেই আতঙ্কের মধ্যে কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে। অন্য ভবন না থাকায় শিক্ষকরাও বাধ্য হয়ে ওই ফাটল ধরা ঝুকিপূর্ণ ভবনেই পরীক্ষা ও ক্লাস নিচ্ছেন।
৫০ নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পে ২ নং ভবনের টিনসেট বিল্ডিংয়ের প্রত্যেক জানালার স্থানসহ বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে পরীক্ষা দিচ্ছি। যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল কৃষ্ণ হালদার জানান, ওই দুই স্কুলের ফাটলের বিষয়ে তিনি অবগত আছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।


























মন্তব্য চালু নেই