মৃত্যুর সময় নামাজ পরিত্যাগকারীর পরিণতি

নামাজ আল্লাহ তাআলার সঙ্গে সেতুবন্ধনের সর্বোচ্চ মাধ্যম। নামাজী ব্যক্তির জন্য রয়েছে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি। কিন্তু বেনামাজির জন্য দুনিয়ায় কষ্ট অবধারিত। শুধু তাই নয় নামাজ পরিত্যাগকারী ব্যক্তি মৃত্যুর সময় কঠিন কষ্ট, লাঞ্ছণা ও যাতনা শিকার হয়।

সংক্ষেপে নামাজ পরিত্যাগকারী ব্যক্তির মৃত্যুকালীন অবস্থার বিবরণ তুলে ধরা হলো-

বেনামাজির মৃত্যুকালীন অবস্থা
>> বেনামাজি ব্যক্তি মৃত্যুর সময় চরম অপদস্থ ও লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে।
>> নামাজ পরিত্যাগকারী ব্যক্তি মৃত্যুকালীন সময় প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যায়।
>> বেনামাজির পিপাসা থাকবে অনেক বেশি। মৃত্যুর সময় তাঁর পিপাসার অবস্থা এমন হবে যে, দুনিয়ার সব সাগরের পানি পান করলেও তার পিপাসা মিটবে না।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ ইবাদত নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। মৃত্যুকালীন সময়ে মৃত্যুর ভয়াবহতা ও কষ্ট থেকে হিফাজত করুন। আমিন।



মন্তব্য চালু নেই