মৃত্যুর পরে আবার ফিরছেন মিতা নূর
২০১৩ সালের ২ জুলাই আত্মহত্যা করেন অভিনেত্রী মিতা নূর। কিন্তু মিতা নূর মারা গেলেও তার কাজ রয়ে গেছে। তেমনি তার অভিনীত একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। নাটকটির নাম ‘আমাদের নিশ্চিন্তপুর’।
১৪ অক্টোবর থেকে এটিএনবাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিকটির। আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত নাটকটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে।
ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, মনির খান শিমুল, সোহানা সাবা, মাজনুন মিজান, এস.এম.মহসিন, সালাম আব্বাসী, মিতা নুর, ফারুক আহমেদ, সাবেরী আলম, রাহুল আনন্দ, নোভা, সুমন আনোয়ার প্রমুখ।
মন্তব্য চালু নেই