মৃত্যুর কোল থেকে ফিরে আসা এক ফুটবলারের কথা !

খেলেছেন প্রিমিয়ার লিগ। অঢেল অর্থ সম্পদ না থাকলেও, অতটা অভাব বোধ হয়নি কখনো। তবু ক্লার্ক কার্লিসলির জীবনের প্রতি মায়া নেই এতটুকু। হতাশা আর একাতিত্বের ঘোরে ঝাঁপ দিয়েছিলেন চলন্ত ট্রাকের নিচে! কিন্তু সফল হননি। পথচারীদের সহায়তায় তাকে যেতে হয় হাসপাতালে।

ঘটনাটি গত ২২ ডিসেম্বরের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই ফুটবলার। একটি রেডিওকে শোনান হতাশ জীবনের কথা।

ঠিক কী কারণে ক্লার্ক আত্মহত্যা করতে চেয়েছেন তা না বললেও তার কথা থেকে বোঝা গেছে পরিবারের প্রতি কোনো বিষয়ে নাখোশ ছিলেন তিনি, ‘আমি হাসপাতালে আমার পরিবারকে দেখতে চাইনি। সবসময় আমি চেয়েছি শর্তহীন ভালোবাসা। কিন্তু সেটা কখনো পাইনি।’

রেডিওর সঙ্গে আলাপকালে বারবার কাঁদতে দেখা গেছে মৃত্যুর কোল থেকে ফিরে আসা এই ফুটবলারকে।

ক্লার্ক তার ক্যারিয়ারে ইংল্যান্ডের ক্লাব কিউপিআর এবং ব্রুনলির হয়ে খেলেছেন।



মন্তব্য চালু নেই