মৃত্যুর ওপারে বলিউড সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব

বলিউডের গায়ক-সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব আর নেই। ক্যান্সারে আক্রান্ত আজ শনিবার (৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। গত চল্লিশ দিন যাবত তিনি হাসপাতালেই ছিলেন।গত পাঁচ বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে রাত ১২টা ৫ মিনিটে হেরে যেতে হল তাকে।

চলতে চলতে, বাবুল, ভগবান, কাভি খুশী কাভী গাম, রাজনীতিসহ প্রায় একশটি হিন্দী চলচ্চিত্রে গান কম্পোজ করেন আদেশ শ্রীবাস্তব। ১৯৯৩ সালে কন্যাদান চলচ্চিত্রের মাধ্যমে তারযাত্রা শুরু হয়।

সর্বশেষ জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শো ২০০৫ এবং ২০০৯ এর সারেগামাপাতে তিনি জাজের ভূমিকা পালন করেন।

গুরুতর অসুস্থ এ শিল্পীকে দেখতে অমিতাভ বচ্চন, শাহরুখ, শান, সনু নিগাম, কুমার সানু, উদিত নারায়নসহ অনেকেই হাসপাতালে তাকে নিয়মিত দেখতে যেতেন ও খোঁজ নিতেন।



মন্তব্য চালু নেই