কারা ফটকে লতিফের ‘নাটক’
কেন্দ্রীয় কারাগারের মূল ফটক খুলতে কারা কর্তৃপক্ষকে বাধ্য করলেন সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর তিনি মাথা উঁচু করেই কারাগারে প্রবেশ করেন।
মঙ্গলবার মহানগর মুখ্য হাকিম আদালত (সিএমএম কোর্ট) থেকে প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নেয়া হয় লতিফ সিদ্দিকীকে। এরপর তাকে কারাগারের প্রধান ফটকের ছোট দরজা দিয়ে প্রবেশ করতে বলা হলে তিনি তাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এখনো চলমান সংসদের এমপি। সুতরাং পকেট গেট নয়, মূল ফটক দিয়েই ভেতরে প্রবেশ করতে চাই।’
এর আগে কারাগারের মূল ফটকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সংবাদকর্মীরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্নে করলে তিনি শুধু হাত জোড় করে ওপরের দিকে তুলে ধরেন। এছাড়া তিনি কোনো প্রশ্নের জবাব দেননি।
‘আদালতের নির্দেশে আপনি সন্তুষ্ট কিনা?’ এ প্রশ্নের জবাবেও তিনি নিশ্চুপ থাকেন। তবে এ সময় জেলগেটের প্রধান ফটকে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিচু স্বরে সাথে কথা বলেন এবং পরে কারাগারের মূল ফটক দিয়েই ভেতরে প্রবেশ করেন।
মন্তব্য চালু নেই