মুহূর্তে গরম উধাও স্ট্রবেরি জুসে
গরমে প্রাণ জুড়াতে চাই ঠাণ্ডা পানীয়। স্বাদ আর গন্ধের সমন্বয়ে মোহময় একগ্লাস জুস হলে কোনো কথায় থাকে না। পরিশ্রম শেষে শ্রান্ত শরীরে মুহূর্তে আরাম দেবে স্ট্রবেরি জুস। এমন স্বাদের জুসে প্রাণ জুড়ান নিজে, সঙ্গে জয় করুন পরিবোরের সবার মন। আসুন শিখে নেয়া যাক, মুহূর্তেই গরমের সব ক্লান্তি দূর করতে স্ট্রবেরি জুস তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
স্ট্রবেরি ৮ টি, তরল দুধ আধা কাপ, টক দই আধা কাপ, চিনি ৩ চা চামচ, ভ্যানিলা ফ্লেভার ১ চা-চামচ, বরফকুচি পরিমাণমতো।
যেভাবে করতে হবে
বরফ বাদে সব উপকরণ একসঙ্গে ভালোকরে ব্লেন্ড করে নিতে হবে। এবার সুদৃশ্য জুসের গ্লাসে বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার স্ট্রবেরি জুস ।
মন্তব্য চালু নেই