মুস্তাফিজ বিশ্বমানের বোলার : টম মুডি
মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি। বাংলাদেশের তরুণ পেসারকে বিশ্বমানের বোলার হিসেবে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার।
প্রথমবারের মতো আইপিএলে খেলতে গেছেন মুস্তাফিজ। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদেই। তরুণ এই পেসারকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির কোচ টম মুডি।
দলের অভিজ্ঞ ও তরুণ দুই পেসার আশিস নেহরা ও মুস্তাফিজের প্রশংসায় টম মুডি বলেন, ‘শেষ দিকে এসে নেহরা ও মুস্তাফিজকে স্কোয়াডে পেয়েছিলাম আমরা। তারা শীর্ষমানের, বিশ্বমানের বোলার।’
চোটের কারণে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। মাত্র ৩ ম্যাচে বল করতে নেমেই নিয়েছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তার ২২ রানে ৫ উইকেট তো টুর্নামেন্টেরই সেরা বোলিং।
বিশ্বকাপের সময়ই মুস্তাফিজের সঙ্গে দেখা করেছিলেন মুডি, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে মুস্তাফিজুরের সঙ্গে আমার দেখা হয়েছিল। ও ভালো একজন তরুণ ক্রিকেটার। ওর উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। ও সুযোগটি লুফে নিতে এবং আরো ভালো কিছু শিখতে অপেক্ষা করছে।’
মুস্তাফিজকে বড় ম্যাচের খেলোয়াড় বলেও মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে খেলা মুডি।
মন্তব্য চালু নেই