মুস্তাফিজ বাংলায়, বোল্ট ইংলিশে: যেসব মজার কথা হয়েছিল তাদের মধ্যে

বাংলাদেশের পেসার মুস্তাফিজ। ইংল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। কয়েকদিন আগে ক্যারিবীয় বোলার ব্রেথওয়েটের হাতেই চার বলে ৪টি ছক্কা খান বোল্ট।

এই বোল্ট ও মুস্তাফিজুর রহমানের মধ্যে হয় মজার এক কথোপথন। মুস্তাফিজ ও বোল্টের কথোপকথনের ভিডিওতে দেখা যায় মজার দৃশ্যও বটে।

ওই ভিডিওতে ট্রেন্ট বোল্টকে মুস্তাফিজ বলেন, কেমন আছো? তখন বোল্ট বলেন, হোয়াট? এরপর মুস্তাফিজ ইংরেজিতে বলেন, ‘গুড’।

পরে পাশের একজন বোল্টকে বলেন, আপনি কেমন আছেন ও এটি জানতে চেয়েছে। এর পরে অট্টহাসিতে মেতে ওঠে সবাই।



মন্তব্য চালু নেই