মুস্তাফিজ থাকলে ইংল্যান্ড সিরিজ জিততো বাংলাদেশ!

কাগজে কলমে অনেকটা পিছিয়ে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন নিয়েই মাঠে নেমেছিলো বাংলাদেশ। গত বছর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর ইংল্যান্ড বধের আশাটা খুব বেশি বেমানানও ছিলো না। কিন্তু এ যাত্রায় সেটা সম্ভব হয়নি। একটি ওয়ানডে জিতলেও সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে।

তবে টেস্টে মিলেছে ঐতিহাসিক জয়ের দেখা। সাদা পোশাকে প্রথমবারের মতো ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যদিও টেস্ট সিরিজ ২-০ হতে পারতো বলে বিশ্বাস মাশরাফি বিন মুর্তজার। এমনকি ওয়ানডে সিরিজটাও বাংলাদেশের ঝুলিতে উঠতে পারতো বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। এর জন্য মুস্তাফিজুর রহমানকে দলে দরকার ছিল বলে মনে করেন মাশরাফি।

অস্ট্রেলিয়াতে ১০ দিনের ক্যাম্পে যাওয়ার আগে শুক্রবার এভাবেই জানালেন মাশরাফি। মুস্তাফিজের ইংল্যান্ড সিরিজে না থাকার বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজকে যদি দেখেন তাকে ইংল্যান্ড সিরিজে আমরা ইনজুরির কারণে পাইনি। কিছু না কিছু ক্ষতি হয়েছে। আমরা হয়তো দুইটা টেস্টই জিততে পারতাম তাকে পেলে। হয়তো ওয়ানডে সিরিজটিও জিততে পারতাম।’

নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজকে দলে পাচ্ছেন মাশরাফি। যদিও বাম কাঁধের ইনজুরিতে পড়ার পর এখনও কোনো ম্যাচ খেলা হয়নি কাটার মাস্টারের। আশা করা হচ্ছে শুরু থেকে না হলেও দুই এক ম্যাচ পরই মাঠে ফিরবেন তিনি। আর সেটা হলে দারুণ একটি পেস আক্রমণ নিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ।

মাশরাফি বলছেন, ‘মুস্তাফিজ এখন ফিটের পথে আলহামদুলিল্লাহ। যদিও আমি জানি না পুরোপুরি কী অবস্থা, তবে পুরোপুরি বোলিং শুরু করেছে। আমার সাথে কালকেও কথা হয়েছে। এখন মোটামুটি ভালো আছে সে। এখনও কিছু সময় আছে। সব মিলিয়ে যদি ও সুস্থ হয় আমাদের জন্য বেশ ভালো হবে।’

মুস্তাফিজ ফেরার অপেক্ষায় থাকেলেও বাংলাদেশের পেস আক্রমণে ভাঙ্গন ধরেছে। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে থাকা দুই পেসার মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম বিপিএলে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছেন। তাদের জায়গায় নেয়া হয়েছে রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে। কিন্তু শহীদ ও শফিউলের জন্য আফসোস করতে দেখা গেল মাশরাফিকে, ‘আমাদের বেস্ট খেলোয়াড়গুলো ঠিক থাকা অবশ্যই জরুরি। কিন্তু আরও দুজন ইনজুরড হয়েছে। এখন মানিয়ে নিতে হবে।’



মন্তব্য চালু নেই