মুস্তাফিজ আমাদের জন্যে স্পেশাল : সাঙ্গাকারা

বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন এ কিংবদন্তি।

তবে কাউন্টি ক্রিকেট খেলছেন নিয়মিত। কিছুদিন আগে শচীন ও ওয়ার্নের লড়াইয়েও ছিলেন সাঙ্গাকারা।

ঢাকা নেমে শনিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন কুমার সাঙ্গাকারা। তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন সাঙ্গাকারার দলে। মুস্তাফিজকে পেয়ে বেশ উচ্ছ্বসিত শ্রীলঙ্কান গ্রেট। মুস্তাফিজকে তার দলের ‘স্পেশাল’ ক্রিকেটার বলতেও দ্বিধাবোধ করেননি তিনি।

ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে চমক দেখিয়ে মুস্তাফিজুর রহমান মাত্র তিন ম্যাচে ১৩ উইকেট নেন। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মাত্র নয় ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সেই মুস্তাফিজ যা করে দেখিয়েছেন তা ক্রিকেট বিশ্বের অনেকেই পারেননি। তাই তাকে নিয়ে সাঙ্গাকারার উচ্ছাস কিছুটা বাড়তি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করতে কোনো কার্পণ্য করেননি সাঙ্গাকারা। তার ভাষায়,‘আমি মুস্তাফিজকে দেখেছি। অভিষেক সিরিজের প্রথম তিন ম্যাচেই সে ১৩টি উইকেট নিয়েছিল। এটা দারুণ ব্যাপার। অসাধারণ খেলেছে সে। সে সব সময় হাসিমুখে থাকে। দলের অন্যরাও দুর্দান্ত। তাকে নিয়ে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। সে আমাদের জন্যে স্পেশাল।’



মন্তব্য চালু নেই