মুস্তাফিজের বলকেই টুর্নামেন্ট সেরা বললেন আকাশ চোপড়া

আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা জুটেছে তার ভাগ্যে। অসাধারণ পারফর্ম করে মন জয় করে নিয়েছেন বিদেশিদের। ভারতীয়রাও মজেছেন মুস্তাফিজ বন্দনায়। রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলিসহ কিংবদন্তি ক্রিকেটাররাও বাধ্য হচ্ছেন মুস্তাফিজের প্রশংসা করতে। কাটার এবং স্লোয়ারে তাদের মনকেও গলিয়ে দিয়েছেন সাতক্ষীরার এই বোলার। এবার তার করা একটি বলকে টুর্নামেন্টের সেরা বল বললেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আইপিএলের দ্বিতীয় ম্যাচে মারমুখী আন্দ্রে রাসেলের মিডল স্ট্যাম্প উপড়ে ফেলে তাকে মাটিতে ভূপাতিত করেন মুস্তাফিজ। সেই বলটিকেই টুর্নামেন্টের সেরা বল হিসেবে আখ্যায়িত করলেন আকাশ চোপড়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের টুইটার আইডিতে রাসেলকে মুস্তাফিজের বোল্ড করার ছবিটি পোস্ট করে লেখেন, ‘মুস্তাফিজের ইয়র্কারে রাসেলের ভূপাতিত হওয়া বলটিই আমার মতে টুর্নামেন্টের সেরা বল।’



মন্তব্য চালু নেই