মুস্তাফিজের প্রশংসা করলেন ইউসুফ পাঠান

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শুধু প্রশংসায় ভাসছেন। বাংলাদেশে এখন ক্রিকেট আনন্দের কেন্দ্রে রয়েছেন এই তারকা। তার প্রশংসা করলেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। কাটার মাস্টারকে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার বলে মনে করেন তিনি।

আইপিএল শেষ করেই ঢাকাতে খেলতে এসেছেন ইউসুফ। বুধবার আবাহনীর হয়ে মাঠে নেমে ৪৭ বলে করেছেন ৬০ রান। তাতে তার দলও জিতেছে।

এই ম্যাচের পর মুস্তাফিজের কথা উঠতেই ইউসুফ পাঠান বলেন, ‘মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে আইপিএলে দুটি ম্যাচেই আমরা ভালো করেছিলাম। তার বিপক্ষে রান করতে সক্ষম হয়েছিলাম। তবে আমি মনে করি, সে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার।’

প্রিমিয়ার লিগে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমি পেশাদার ক্রিকেটার। বিভিন্ন দলের হয়ে খেলেছি। আর আবাহনীতে সাকিব থাকায় সুবিধা হয়েছে। গত ছয় বছর ধরে আমরা কলকাতার হয়ে খেলছি। সাকিবের সঙ্গে একই দলে খেলাটা আমার জন্য বেশ সুবিধার হয়েছে।’



মন্তব্য চালু নেই