মুস্তাফিজের অভাব অনুভব করলো বাংলাদেশ

এশিয়া কাপের ফাইলান ম্যাচে কাটার বয় মুস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পেল বাংলার ক্রিকেটপ্রেমীরা।ভারতের বিপক্ষে যদি বাংলাদেশের কোন অগ্নিঝড়া বোলার থেকেই একমাত্র মুস্তাফিজই। এর প্রমাণ ভারতীয় ক্রিকেট দলও অনেকবার টের পেয়েছে। মুস্তাফিজের অভিষেকে ১৩ উইকেট এখনো মনে রেখেছে ভারতীয় বাঘা বাঘা ব্যাটস্যমানরা।

রোববার মিরপুর ক্রিকেট ষ্টেডিয়ামে এশিয়া

কাপের ফাইনালে বাংলাদেশের দেয়া ১২০ রানের টার্গেট ব্যাচ করতে নেমেই মাত্র ৫ রানের মাথায় উইকেট হারান ভারত। রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে এই টার্গেট দেয় মাশরাফি বাহিনী। মাহমুদুল্লাহর ঝড়ো ৩৩ এর উপর ভর করেই এই সংগ্রহ পায় টাইগাররা। কিন্তু মাশরাফির হাসিটা বেশিক্ষণ ছিল।

কারণ ব্যাটিং নেমে বাংলাদেশের বোলার বথ্যতার পরিচয় দিয়েছে। টাইগার বাহিনীকে হারিয়ে এবারের এশিয়া কাপে জিতে নেন ধোনি বাহিনী। যদিও এদিন বাংলাদেশ দলের পক্ষে আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নিয়েছে। দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরিতে ছিটকে পড়ায় স্তব্ধ হয়ে পড়েন টাইগারপ্রেমীরা। আর বাংলাদেশ দলে এই ‘কাটার মাস্টারের’ অভাব যে অপূরণীয় সেটি অনুভব করছেন দলনেতা মাশরাফি বিন মুর্তজাও গোটা বাংলা।



মন্তব্য চালু নেই