মুস্তাফিজকে দিয়েই শুরু আইপিএল

‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে আইপিএলের ১০ম আসর। আগামী ২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বুধবার রাতে আইপিএল কর্তৃপক্ষ এই আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় আর জমকালো এই ক্রিকেট আসর।

৫ মে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১দিন পর ৭ এপ্রিল রাত সাড়ে আটটায় গুজরাট লায়ন্সের বিপক্ষে। ১৪ মে দিল্লি ডেয়ারডেভিলস ও রয়েল চ্যালেঞ্জারসর ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের সমাপ্তি ঘটবে। একদিন বিরতির পর ১৬ মে ব্যাঙ্গালুরুর মাঠে শুরু হবে নকআউট পর্ব। ২১মে হায়দরাবাদে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে বিলিয়ন ডলারের এই আসর।

চলতি আসরে বরাবরের মতই সাকিব আল হাসানকে রেখে দিয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদও রেখে দিয়েছে ‘কাটার মাস্টার’কে। এছাড়া নিলামে উঠেছে আরও ৬ বাংলাদেশি ক্রিকেটারের নাম।



মন্তব্য চালু নেই