মুস্তাফিজকে ঠেকানোর ‘কৌশল’ পেয়েছে ভারত!

দ্বিতীয় ওয়ানডের পর ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, মুস্তাফিজের কোন বল স্বাভাবিক আর কোনটা স্লোয়ার তা বোঝা কঠিন। এবং অন্যান্য বোলারদের তুলনায় মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারি বেশ ‘ভয়ংকর।’

দুই ম্যাচে ভারতের ইনিংস একাই গুঁড়িয়ে দিয়েছেন ১৯ বছরের মুস্তাফিজ। নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ছয়ে উইকেট নেন মুস্তাফিজ। ভারতের টপ অর্ডার ও মিডল অর্ডার একাই গুড়িয়ে দিয়েছেন বাহাতি এই পেসার।

সেই মুস্তাফিজকে নিয়ে রীতিমত গবেষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিসিবির এক সূত্র জানিয়েছে, নেটে বাহাতি পেসার দিয়ে মঙ্গলবার অনুশীলন করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। বাহাতি পেসারের সাহায্য নিয়ে মুস্তাফিজকে খুঁজে পাওয়ার চেস্টা করে ভারত।

তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই অফস্পিনারের দাবি মুস্তাফিজকে ঠেকানোর কৌশল খুঁজে পেয়েছে টিম ইন্ডিয়া। তাকে নিয়ে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ভারত। তবে কি সে কৌশল আর কিইবা পরিকল্পনা তা নিয়ে মুখ খুললেন না অশ্বিন। বললেন, ‘মাঠে প্রয়োগ করে মুস্তাফিজকে আটকানোর নতুন কৌশল দেখাবো। এখানে কিছু বলবো না।’

২-০ তে পিছিয়ে থেকে বুধবার তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচে সান্ত্বনার জয় খুঁজে পাওয়ার চেস্টায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেকোনো মূল্যে হোয়াইট-ওয়াশ এড়াতে বদ্ধপরিকর ভারত এমনটিই জানালেন অশ্বিন।

তিনি বলেন, ‘কি হয়েছে সেটা আর চিন্তা করে কোনো ফল পাওয়া যাবে না। আমরা গতবছর ৭৫ ভাগ ম্যাচ জিতেছি। এই সিরিজের ফল আমাদের সাময়িক ব্যর্থতা। শেষ ম্যাচ জিতে আমরা
জয়ের ধারায় ফিরতে চাই।’



মন্তব্য চালু নেই