মুস্তফা কামাল দায়িত্বে থাকলে ৩য় বিশ্বযুদ্ধ বেধে যেত!
আ হ ম মুস্তফা কামাল যদি এখন বিসিবি বা আইসিসি প্রধানের দায়িত্বে থাকতেন, তবে তাসকিন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কাণ্ড বেধে যেত।
এই মন্তব্য খোদ মুস্তফা কামালের মেয়ে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের।
“যদি আজ আমার বাবা বিসিবি বা আইসিসিতে থাকতেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত। মাশরাফির একা কাঁদতে হতো না।” সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন নাফিসা কামাল।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবেগময় মন্তব্যের জন্য আলোচিত প্রাক্তন বিসিবি পরিচালক ও আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল।
এর আগে গত শনিবার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের এই দুই বোলারকে নিষিদ্ধ করাটা মেনে নিতে পারেন নি কোটি ভক্ত-সমর্থক।
গত রোববার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সুপার টেনের নিজেদের দ্বিতীয় ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কান্না ছুঁয়ে যায় ক্রিকেটভক্তদের। এর ফলেই নিজের প্রতিক্রিয়া জানাতে সোমবার এই ফেসবুক স্ট্যাটাস দেন নাফিসা কামাল।
এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যাওয়া আম্পায়ারদের দুটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল।
মন্তব্য চালু নেই