‘মুসলিম হওয়ায় আমাকে টার্গেট করা হচ্ছে’
মুসলিম হওয়ার জন্য আমায় টার্গেট করা হচ্ছে, এমনই বিস্ফোরক ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ঘটনার সূত্রপাত পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী খুরশিদ মহম্মদ কাসুরির বই প্রকাশনাকে কেন্দ্র করে।
গত সোমবার নাসিরউদ্দিন শাহ বলেছেন,আমি যখন পাকিস্তান যাই, সেখানে অনেক ভালোবাসা এবং সম্মান পাই।’ তার এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হবার পরই তাকে আমাকে আক্রমণ করা হয়েছে ।
এ বিষয়ে ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন মত প্রকাশ করেছেন কিন্তু তাঁর বক্তব্যকেই বেশী প্রচার দেওয়া হয়েছে, যেন তিনি দেশের বিরুদ্ধে কোনো কথা বলেছেন।
তিনি আরো জানান, তিনি ভারতীয় হয়ে যথেষ্ট গর্বিত বোধ করেন। তাঁর দেশপ্রেম নিয়ে কারো প্রশ্ন করাকে তিনি সমর্থন জানাবেন না।
মন্তব্য চালু নেই