মুশফিকদের ভারপ্রাপ্ত কোচ সারোয়ার
অনুরোধ করা সত্ত্বেও থাকতে রাজি হননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গেনসন। তার পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকায় বিকল্প কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিন্তু অল্প সময়ে হাইপ্রোফাইল কোনো কোচের ব্যবস্থা না করতে পারায় দেশি কোচের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। ভারপ্রাপ্ত কোচ হিসেবে মুশফিকদের তত্ত্বাবধানের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও কোচ অনুসন্ধান কমিটির সদস্য জালাল ইউনুস সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে ভারত দল। আর এই সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার ইমরান।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, নতুন কোচ না পাওয়া পর্যন্ত তিনিই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন। তবে নতুন কোচ পাওয়া গেলেও জুলাইয়ের আগে তাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম।
মন্তব্য চালু নেই