মুলাদীতে রাতের আধাঁরে ৫০ শতক সম্পত্তি দখল করে ঘর নির্মানের অভিযোগ

বরিশাল প্রতিনিধি : মুলাদী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বিরোধীয় ৫০ শতক সম্পত্তি শনিবার দিবাগত মধ্যরাতে শতাধিক লোকজন নিয়ে জবর দখল করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনদের বাঁধা দেয়ায় ওই সম্পত্তিতে গত ৫০ বছর থেকে বসবাসরত ছয়টি পরিবারকে উৎখাতের হুমকি দেয়া হয়েছে।

ওই মহল্লার বাসিন্দা মৃত আব্বাস উদ্দিন মোল্লার পুত্র ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান অভিযোগ করেন, দীর্ঘ ৫০ বছর থেকে ভিপি সম্পত্তি সরকারের কাছ থেকে লিজ নিয়ে তার বাবা ওই সম্পত্তিতে বসবাস করে আসছেন। সম্প্রতি তার বাবার মৃত্যুর পর ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় প্রভাবশালী ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এপিএস (সাবেক) মিজানুর রহমানের ভাই টিপু হাওলাদার গংদের। তারা ওই সম্পত্তি দখলের জন্য তাদের (রোকনুজ্জামান গংদের) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি অব্যাহত রাখে। এনিয়ে হাইকোর্টে দায়ের করা মামলায় রোকনুজ্জামান গংদের পক্ষে রায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে শতাধিক ভাড়াটিয়া লোকজনদের নিয়ে ওই সম্পত্তির ওপর রোকনুজ্জামান গংদের রোপিত প্রায় দুই শতাধিক কলাগাছ কর্তন করে একটি অস্থায়ী ঘর নির্মান করে টিপু হাওলাদার গংরা।



মন্তব্য চালু নেই