মুরালি-সাহার ব্যাটে প্রীতির দলের জয়
কিংস ইলেভেন পাঞ্জাবের বোলার মার্কাস স্টয়েনিস ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন চার-চারটি উইকেট। তার ২৪ বলের মধ্যে ডটবল ছিল ১৩টি।
আরেক বোলার সন্দীপ শর্মা ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ২ উইকেট। তার ২৪ বলের ১৬টিই ছিল ডটবল। তাদের দুজনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।
১২৫ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে পাঞ্জাবের অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা ও গ্লেন ম্যাক্সওয়েল ডাক মারেন। তারপরও ১৭ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাবের জয় সহজ করে দেন অধিনায়ক মুরালি বিজয় এবং ওয়ান ডাউনে নামা ঋদ্ধিমান সাহা। দলীয় ১ রানে ব্যক্তিগত শূন্য রানে হাশিম আমলা আউট হয়ে যাওয়ার পর তারা দুজন মিলে ১১৬ রানের জুটি গড়েন। ৪০ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫৬ রান করে সাহা আউট হলেও মুরালি বিজয় অপরাজিত থাকেন ৫৪ রানে।
তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মার্কাস স্টয়েনিসের হাতে। ১৫ রানে ৪ উইকেট শিকার তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এর আগের সেরা বোলিং ফিগার ছিল ১১ রানে ৩ উইকেট।
মন্তব্য চালু নেই