মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হলেন পন্টিং

আইপিএল-এর অষ্টম সংস্করণ শুরু হওয়ার আগে দলের নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন মওসুমে দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

রিকি পন্টিং এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। একই সঙ্গে দলের মেন্টরের দায়িত্বও ভালোমতো সামলেছিলেন। শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবেই প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের রেকর্ড সত্যি মনে রাখার মতো। আইপিএল সিক্সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

তরুণদের বেশি সুযোগ দিতেই সে সময় বেশি ম্যাচ খেলেননি পন্টিং। এবার কোচ হিসেবে নতুন দায়িত্ব সামলাতে প্রস্তুত সাবেক অসি অধিনায়ক।



মন্তব্য চালু নেই