মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে গুলি : সাংবাদিকসহ গুলিবিদ্ধ ২
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় সোমবার বিএনপির মিছিলে আকস্মিক গুলি-বর্ষণে ফটো সাংবাদিকসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
মুন্সীগঞ্জ বার্তা ডটকম নামে অনলাইন পোর্টালের প্রধান ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন (১৯) ও শহর ছাত্রদলের কার্যকরী সদস্য মো. শাওনকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তারপুরস্থ ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে হরতাল সমর্থকরা মিছিল বের করলে এই ঘটনা ঘটে। তবে পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।
এ দিকে প্রাক্তন উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই দাবি করেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় পুলিশ অযথাই মিছিলটি ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুড়ে।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির ও মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মিছিলের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালালে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলে বাধা দেয়। তবে মিছিলে পুলিশ কোনো গুলি ছুড়েনি। বর্তমানে মুক্তারপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য চালু নেই