নিয়ন্ত্রণ হারিয়ে পানির নিচে বাস : ব্যাপক প্রাণহানির আশঙ্কা

মুন্সীগঞ্জের ষোলঘরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাসটি পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন পুলিশ ও স্থানীয়রা।

ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরের বটতলা নামক স্থানে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসান বলেন, বাসটি পনির নিচে তলিয়ে যাওয়ায় কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি। তবে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতর যাত্রী থাকলে তাদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তবে পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

এর আগে ওই মহাসড়কে অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।

ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমেষপুরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই